নিজস্ব প্রতিবেদক :: ধানের শীষের এজেন্ট হওয়ার অপরাধে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় কারাভোগ করেন ছাত্রদল নেতা রাকিব। শুধু তাইনা, তাকে ব্যপক মারধর ও শারীরিকভাবে লাঞ্চিত করে আওয়ামী সন্ত্রাসীবাহিনী
জানা যায়, সিলেট ১ আসনে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐকয়ফ্রন্টের প্রাথী হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির নির্বাচন করেন। সেই নির্বাচনে মোক্তাদিরের ধানের শীষ প্রতীকের এজেন্ট হওয়ায় শারীরিক নির্যাতন ও কারাভোগ করেন ছাত্রদল নতা আব্দুর রাকিব।
স্থানীয় সুত্রে জানা যায়, গত ৩০/১২/২০১৮ইং বাংলাদেশে
একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে খন্দকার আব্দুল মুক্তাদির এর নির্বাচনী প্রতীক ধানের শীষ এর পোলিং এজেন্ট হিসাবে আব্দুর রাকিব সহ তাহার দুই ভাই দায়িত্ব পালন করেন।
আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়, টুলটিকর মিড়াপারায় দায়িত্ব পালনকালে ভোট চলাকালীন সময়ে দুপুর ১১ ঘটিকার সময় স্থানীয় আওয়ামী সন্ত্রাসী ক্যাডার বাহিনী জোরপূর্বক কেন্দ্রে ঢুকে সীল নিয়ে ভোট দেওয়ার চেষ্টা করলে রাকিব বাঁধা দেওয়ার চেষ্টা করেন। এসময় আওয়ামী সন্ত্রাসীরা রাকিবকে ব্যপক মারধর ও শারিরীকভাবে লাঞ্চিত করে। পরে ক্ষমতার অপব্যবহার করে পুলিশ দিয়ে লাটিচার্জ করে ভোটারদের সেখান থেকে তারিয়ে দেয়, এবং ছাত্র নেতা রাকিবকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। পরে তিনি ২দিন কারাভোগ করে জামিনে বের হয়ে আসেন।