নিজস্ব সংবাদদাতা::
বিয়ানীনাবাজারের তিলপাড়া ইউনিয়নের ঐতিহাসিক নানকার আন্দোলনের শহীদদের নাম সম্বলিত ‘স্মৃতিসৌধ’ ভাংচুরের চেষ্টা চালিয়েছে জামায়াত ও হেফাজতে ইসলামের কর্মীরা। গতকাল বিকেলে তারা এই ‘স্মৃতিসৌধ’ ভাংচুরের চেষ্টা চালায় বলে জানা গেছে। এসময় বাম দলগুলোর নেতাকর্মীরা বাঁধা দেওয়ার চেষ্টা করলে ধর্মীয় দলগুলোর কর্মীদের সাথে তাদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এ সংঘর্ষে ৩/৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় গতকসল রাতে থানায় মামলাও হয়েছে।
সূত্রমতে,শহীদ স্মৃতিসৌধকে ঘিরে অনৈসলামিক কার্যক্রম হচ্ছে বলে অভিযোগ করে আসছে জামায়াত সহ ইসলামী দলগুলো। তাই,গতকাল বিকেলে তারা সংঘবদ্ধ হয়ে এই ‘স্মৃতিসৌধ’ ভাংচুর করার উদ্যোগ নেয়। এসময় বিয়ানীবাজার উপজেলা জাসদের সাবেক সভাপতি লতিবুল ইসলামের ছেলে আরিফ ইসলাম বাম সংগঠনের স্থানীয় সমর্থকদের নিয়ে বাঁধা দেওয়ার চেষ্টা করে। তখন জামায়াত কর্মীরা তাদের উপর ক্ষীপ্ত হয়। উত্তেজনার এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। থেমে থেমে দীর্ঘ সময় চলা এ সংঘর্ষে উভয়পক্ষের ৩/৪ জন আহত হন।
আশপাশ গ্রামের লোকজন এসে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। পরবর্তী খবর পেয়ে পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনার পর থেকে জামায়াত অভিযোগ করছে যে,তাদের কর্মীদের উপর বাম সংগঠনের সদস্যরা হামলা করেছে। এ জন্য গতকাল রাতে জামায়াত নেতা কবির হোসাইন বাদী হয়ে বাম দলের ৫ জন কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন আরিফ ইসলাম,রেজাউল ইসলাম,তারেক আহমদ,রেদওয়ান হোসেন ও সালমান।
এ বিষয়ে জানতে চাইলে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান,’হত্যাচেষ্টার অভিযোগ এনে জামায়াত নেতা কবির হোসাইন একটি মামলা করেছেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে আসামীদের ধরতে তৎপরতা চালাচ্ছে।