ঢাকাবুধবার , ২৮ মে ২০২৫
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আজকের গুরুত্বপূর্ণ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলার সংবাদ
  7. ওপার বাংলা
  8. খেলার খবর
  9. গ্যাজেট
  10. চাকরির খবর
  11. চাকরির খোঁজ
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. ধর্ম পাতা
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বিয়ানীবাজারে ‘শহীদ স্মৃতিসৌধ’ ভাংচুরে বাঁধা দেওয়ায় বামদলের কর্মীদের উপর হামলা-মামলা

Today Sylhet24
মে ২৮, ২০২৫ ৮:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

 

নিজস্ব সংবাদদাতা::
বিয়ানীনাবাজারের তিলপাড়া ইউনিয়নের ঐতিহাসিক নানকার আন্দোলনের শহীদদের নাম সম্বলিত ‘স্মৃতিসৌধ’ ভাংচুরের চেষ্টা চালিয়েছে জামায়াত ও হেফাজতে ইসলামের কর্মীরা। গতকাল বিকেলে তারা এই ‘স্মৃতিসৌধ’ ভাংচুরের চেষ্টা চালায় বলে জানা গেছে। এসময় বাম দলগুলোর নেতাকর্মীরা বাঁধা দেওয়ার চেষ্টা করলে ধর্মীয় দলগুলোর কর্মীদের সাথে তাদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এ সংঘর্ষে ৩/৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় গতকসল রাতে থানায় মামলাও হয়েছে।

সূত্রমতে,শহীদ স্মৃতিসৌধকে ঘিরে অনৈসলামিক কার্যক্রম হচ্ছে বলে অভিযোগ করে আসছে জামায়াত সহ ইসলামী দলগুলো। তাই,গতকাল বিকেলে তারা সংঘবদ্ধ হয়ে এই ‘স্মৃতিসৌধ’ ভাংচুর করার উদ্যোগ নেয়। এসময় বিয়ানীবাজার উপজেলা জাসদের সাবেক সভাপতি লতিবুল ইসলামের ছেলে আরিফ ইসলাম বাম সংগঠনের স্থানীয় সমর্থকদের নিয়ে বাঁধা দেওয়ার চেষ্টা করে। তখন জামায়াত কর্মীরা তাদের উপর ক্ষীপ্ত হয়। উত্তেজনার এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। থেমে থেমে দীর্ঘ সময় চলা এ সংঘর্ষে উভয়পক্ষের ৩/৪ জন আহত হন।

আশপাশ গ্রামের লোকজন এসে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। পরবর্তী খবর পেয়ে পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনার পর থেকে জামায়াত অভিযোগ করছে যে,তাদের কর্মীদের উপর বাম সংগঠনের সদস্যরা হামলা করেছে। এ জন্য গতকাল রাতে জামায়াত নেতা কবির হোসাইন বাদী হয়ে বাম দলের ৫ জন কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন আরিফ ইসলাম,রেজাউল ইসলাম,তারেক আহমদ,রেদওয়ান হোসেন ও সালমান।

এ বিষয়ে জানতে চাইলে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান,’হত্যাচেষ্টার অভিযোগ এনে জামায়াত নেতা কবির হোসাইন একটি মামলা করেছেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে আসামীদের ধরতে তৎপরতা চালাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।