ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আজকের গুরুত্বপূর্ণ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলার সংবাদ
  7. ওপার বাংলা
  8. খেলার খবর
  9. গ্যাজেট
  10. চাকরির খবর
  11. চাকরির খোঁজ
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. ধর্ম পাতা
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদলের সাবেক নেতার বাড়িতে ঢুকে কেয়ারটেকারকে মারধর, হুমকি

Today Sylhet24
জুন ২৬, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 

সুনামগঞ্জ প্রতিনিধি ::

দক্ষিণ সুনামগঞ্জ থানার আক্তাপাড়া এলাকায় এক সাবেক ছাত্রনেতার বাড়িতে ঢুকে হুমকি ও কেয়ারটেকারকে মারধর করা হয়েছে। গতকাল সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

ওই ছাত্রনেতা বর্তমানে যুক্তরাজ্যতে অবস্থান করছেন। তিনি দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন আক্তাপাড়া সাকিনের মো. ইদ্রিস আলীর পুত্র জুবেল মিয়া। তিনি সিলেট এর ঐতিহ্যবাহী এম সি কলেজের প্রাক্তন ছাত্র এবং ঐ কলেজের প্রভাবশালী ছাত্রদলের নেতা ছিলেন।

জুবেল মিয়ার পিতা ইদ্রিস আলী  সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, শুক্রবার সন্ধ্যায় ৫ টি মোটরসাইকেলে প্রায় ১০/১২ জন দুবৃর্ত্ত বাসার সামনে এসে ডাকাডাকি করে কেয়ারটেকারকে গেইট খুলতে বলে। কেয়ারটেকার আতংকিত হয়ে যায় এবং গেইট খুলতে দেরি হওয়ায় তাকে মারধর করে। চিল্লাফাল্লা শুনে জুবেল মিয়ার পিতা বারান্দায় আসলে কয়েকজন নিজেদেরকে সুনামগঞ্জ এনসিপির নেতাও সমন্বয়ক দাবি করে বলে, “তোর ছেলেকে বলিস আগুন নিয়ে খেলা বন্ধ করতে, রাজনীতি বুঝে শুনে যেন করে। হাসিনাকে ভাগিয়ে দেশ স্বাধীন করছি আমরা সুতরাং দেশের পরিস্থিতি নিয়া কথা বলার তোর ছেলের কোন অধিকার নাই”। জুবেল মিয়ার পিতা আরও বলেন, বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকলে হামলাকারীরা তার বাড়িঘর লুটপাট করবে বলে হুমকি দিয়েছে।

হামলাকারীরা হেলমেট ও মাস্ক পরিহিত থাকায় কাওকে চিনতে পারেননি বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল ২৫ জুন ২০২৫ ইং আনুমানিক সন্ধ্যা ৭টার সময় মানুষের হট্টগোল শুনে বাইরে এলে দেখতে পান একদল যুবক জুবেল মিয়ার পরিবারের সাথে বাকবিতণ্ডা করছে। তারা খুব উত্তেজিত ছিলো ও জুবেল মিয়া দেশে আসলে তাকে দেখে নেওয়ার হুমকি দেয় বলে জানান।

এ বিষয়ে প্রবাসী জুবেল মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুর্বৃত্তরা বাসায় হামলা করেছে ও কেয়ারটেকার সাহেদ মিয়া এর প্রতিবাদ করলে তাকে এলোপাথাড়ি মারধর করা হয়। বর্তমান দেশের পরিস্থিতি ও সেনাবাহিনীর প্রধান আওয়ামীলীগ পুনর্বাসনের যে অপচেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে আমি ফেসবুকে পোষ্ট করায় একদল আমার উপর ক্ষেপেছে। ফেসবুক কমেন্ট ও মেসেঞ্জারে হুমকি দিয়ে আসছে। এরা হলো ফ্যাসিবাদ হাসিনার একটা অংশ। যারা পরবর্তীতে সমন্বয়ক পদবী নিয়ে ফাসিব্যাদকে পুনর্বাসনের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, আমি রাজনীতি করি, বলে আমাকে প্রতিনিয়ত হেনস্তা করা হচ্ছে প্রাননাশের হুমকি দেওয়া হয়েছে। এগুলো মেনে নিয়েছি। আমার রাজনীতি করার কারণে বৃদ্ধ বাবাকে হুমকি এগুলো মেনে নিতে পারছিনা। দেশের অন্যায় অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করা যেনো আমার জন্য কাল হয়ে দাড়িয়েছে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি বলেন, শুনেছি সাবেক ছাত্রনেতার বাড়িতে ঢুকে কে বা কারা তার বাবাকে হুমকি ও কেয়ারটেকারকে মারধর করেছে। আমরা সেখানে পুলিশ পাঠিয়েছি। কেউ থানায় অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।