: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌর শহরে বৃহত্তর মোবাইল মার্কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৮টায় মোবাইল মার্কেটের তিনটি দোকানে এই চুরি সংঘটিত হয়। মার্কেটে থাকা সিসিটিভির ফুটেজে দেখা যায়, একজন চাদর দিয়ে আড়াল করে দোকানের সামনে দাঁড়িয়ে থাকে এবং মুখে মাস্ক পড়ে দোকানের তালা ভেঙ্গে প্রবেশ করে রাফি টেলিকমের দুটি ও এসএ টেলিকমের নগদ অর্থসহ নতুন-পুরাতন মোবাইল নিয়ে যায়।
এ ব্যাপারে রাফি টেলিকমের মালিক কামরান আহমদ বলেন, আমার দুটি দোকান থেকে নগদ ৬ লক্ষ টাকা ও নতুন-পুরাতন সবমিলিয়ে ৬৫টি লাখ টাকা মূল্যের মোবাইল চুরে নিয়ে গেছে।
এস এ টেলিকমের মালিক সুহেল মিয়া বলেন, আমার দোকানের ক্যাশে থাকা নগদ ৩ লাখ টাকাসহ প্রায় ৫ লাখ টাকা মূল্যের মোবাইল চুরে নিয়ে গেছে। থানায় অভিযোগ দিয়েছি।জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, সিসিটিভির ফুটেজগুলো দেখেছি, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে