ঢাকাশনিবার , ২১ সেপ্টেম্বর ২০২৪
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আজকের গুরুত্বপূর্ণ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলার সংবাদ
  7. ওপার বাংলা
  8. খেলার খবর
  9. গ্যাজেট
  10. চাকরির খবর
  11. চাকরির খোঁজ
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. ধর্ম পাতা
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কানাইঘাটে লন্ডন প্রবাসী সাদিকুর রাহমানের বাড়িতে পুলিশের অভিযান

Today Sylhet24
সেপ্টেম্বর ২১, ২০২৪ ১২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

 

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটে লন্ডন প্রবাসী সাবেক ছাত্রদল নেতা মো: সাদিকুর রাহমানের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর)
দুপুরে কানাইঘাট থানা ও গোলাপগঞ্জ থানার একদল পুলিশ উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ী পূর্ব কাজী বাড়ীতে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন কানাইঘাট থানার এসআই আব্দুল মান্নান ও গোলাপগঞ্জ থানার এসআই শফিকুল রহমান।
থানা সূত্রে জানা যায়, সাদিকুর রাহমানের বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। গত ১১ সেপ্টেম্বর গোলাপগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করে। কিন্তু অভিযানের সময় সাদিকুর রাহমানকে পায়নি পুলিশ। সাদিক তালবাড়ী পূর্ব কাজী বাড়ীর মো: আব্দুল ওয়াহিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাদিকুর রাহমান সিলেট জেলা ছাত্রদলের রাজনীতি করতেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে
সরকার পরিবর্তনের পর ছাত্রদলের সাবেক এ নেতার নামে থানায় রাজনৈতিক মামলা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সাদিকুর রাহমানের পারিবারিক সূত্রে জানা যায়, সাদিক দীর্ঘদিন থেকে ইউকে’তে অবস্থানরত। রাজনৈতিক মামলা হামলার শিকার হয়ে ২০২৩ সালে দেশ ছাড়েন কানাইঘাট উপজেলা ছাত্রদলের এ নেতা।

এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, সাদিকুর রাহমানের নামে
গোলাপগঞ্জ থানার একটি মামলা রয়েছে, তাই কানাইঘাট থানা পুলিশের সহযোগিতায় গোলাপগঞ্জ থানা আসামি ধরতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আসামি তো বিদেশে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।