ঢাকামঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আজকের গুরুত্বপূর্ণ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলার সংবাদ
  7. ওপার বাংলা
  8. খেলার খবর
  9. গ্যাজেট
  10. চাকরির খবর
  11. চাকরির খোঁজ
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. ধর্ম পাতা
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ছেলে ‘সমকামী’, মানিকগঞ্জে দুঃসহ জীবন বাবার

Today Sylhet24
জানুয়ারি ১৪, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

 

তারেক আহমদ,বিশেষ প্রতিবেদক::

ছেলে সমকামিতায় আসক্ত। এ অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর থেকেই ছেলে পলাতক। আর ছেলের এ ‘অপরাধে’ দুঃসহ জীবন পার করতে হচ্ছে বাবাকে। হৃদয়বিদারক এ ঘটনাটি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার। ভুক্তভোগী বাবার নাম আকতারুজ্জামান। তিনি সাবেক বিজিবি সদস্য।

জানা যায়,আক্তারুজ্জামানের গ্রামের বাড়ি সিংগাইর উপজেলার চরপল্টন গ্রামে। তার ছেলের নাম শাকিলুর রহমান।

শাকিল কলেজে লেখাপড়াকালীন সময় থেকে সমকামীতায় জড়িয়ে পড়ে। প্রথম দিকে শাকিলের বাবা-মা এটা বুঝতে পারেননি। যখন বুঝতে পারেন তখন ছেলেকে এ পথ থেকে ফেরানোর চেষ্টা করেছেন৷ সরণাপন্ন হয়েছেন ডাক্তারের। কিন্তু,ডাক্তার বলেছেন,পুরুষের প্রতি শাকিলের যৌন আসক্তি প্রকৃতিগত। এটা চিকিৎসা করার মত কোনো রোগ নয়।

কিন্তু,সমাজ সেটা গ্রহণ করছে না। শাকিলের এই আসক্তি সমাজের চোখে ‘অমার্জনীয় অপরাধ’। ছেলের এই অপরাধের জন্য চরম ভোগান্তি পোহাতে হচ্ছে আক্তারুজ্জামান ও তার পরিবারকে।

একান্ত আলাপকালে আক্তারুজ্জামান বলেন,’শাকিল আমার ছেলে। সে সমকামী। আমি প্রথমে এটা জানতাম না। জানার পর আমি চিকিৎসা করেও তাকে এ পথ থেকে ফেরাতে পারিনি। এ ‘অপরাধে’ তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ মামলা এখনো চলমান। তাছাড়া বিভিন্ন মাদরাসার ছাত্র-শিক্ষকরাও তার উপর ক্ষীপ্ত। তাই দেশে তার জীবন সম্পূর্ণ অনিরাপদ হয়ে পড়েছিল। জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছি।’

আক্তারুজ্জামান অভিযোগ করে বলেন,’অভিযুক্ত ছেলেকে দেশের বাইরে পাঠিয়েও আমি অপবাদমুক্ত থাকতে পারছি না। সমাজে এক শ্রেণীর লোক আমাকে সমকামী ছেলের বাবা বলে ভৎসর্না করে। সামাজিকভাবে সকল স্থানে হয়রানী করার চেষ্টা করা হয়৷ বিশেষ করে গত বছরের (২০২৪ সালের) ৫ আগষ্টের পর থেকে এই হয়রানী কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।’

আক্তারুজ্জামান আরো জানান,২০২৪ সালের ৫ আগষ্ট হেফাজতে ইসলাম,জামায়াত-শিবির নেতাকর্মী সহ বিভিন্ন মাদরাসার ছাত্র শিক্ষকরা তার বাসায় হামলা চালিয়েছে। এ ঘটনার পর থেকে তিনি প্রতিনিয়ত হুমকির সম্মুখিন হচ্ছেন। এলাকার রাস্তা ও বাজারে ইসলামী সংগঠনগুলোর কর্মীরা পরিকল্পিতভাবে তাকে নিয়ে উপহাস করছেন। এ বিষয়গুলো তাকে মানসিকভাবে পীড়া দিচ্ছে।

এদিকে ছেলের একটি ‘বিশেষ স্বভাবে’র কারণে তার বাবা-মাকে হয়রানী,উপহাস ও অপমান করার ঘটনাকে উদ্বেগজনক বলছে আইন ও শালিস কেন্দ্র (আসক)। সংস্থাটির মানিকগঞ্জ জেলার পরিচালক তানিয়া রহমান এই ঘটনার নিন্দা জানিয়েছেন। এবং রাষ্ট্র ও সচেতন নাগরিকদেরকে আক্তারুজ্জামানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।