গোলাপগঞ্জ প্রতিনিধি: গত (৪ আগস্ট) একদফা’র দাবিতে সারাদেশের মতো সিলেটের গোলাপগঞ্জও ছাত্রজনতার আন্দোলনে উত্তাল ছিল। দুপুর ২ ঘটিকার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গোলাপগঞ্জ পৌরসভা হইতে ঢাকাদক্ষিণ রোডস্থ ধারাবহর হসপিটাল রোড সম্মুখ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ ছাত্রছাত্রী ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিল বের হয়। এসময় তারা একদফার পক্ষে নানা শ্লোগান দিতে থাকে।
হসপিটাল রোড সম্মুখ থেকে মিছিল নিয়ে মেইন রোডে আসার পর পূর্ব থেকে উৎপেতে থাকা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা দেশী-বিদেশী অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে নিরস্ত্র ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে নস্যাৎ করার জন্য অতর্কিত গুলি বর্ষন শুরু করে। ঐ সময় অনেক আহত হয়ে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করে।
এসময় পুলিশসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা সশস্ত্র অবস্থান নিয়ে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ শুরু করে। সন্ত্রাসীরা গুলিবর্ষন, টিয়ারশেল, রাবার বুলেট, নিক্ষেপ করে।
তখন শিক্ষার্থীরাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। দীর্ঘ সময় চলা এই সংঘর্ষে যোগ দেয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এসময় গুলিবিদ্ধ হন গৌছ ও মিনহাজ নামের দুইজন হাসপাতালে নেওয়ার পরে তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় ৪ আগস্ট হামলায় গুরুতর আহত যুবদল নেতা
একলিম উদ্দিন বাদী হয়ে গতকাল শনিবার (১০ আগস্ট) গোলাপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। থানার মামলা নং -৬।
মামলার এজহারভুক্ত আসামিরা হলেন গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ, সরওয়ার হোসেন,গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি লুৎফুর রহমান, ৩ নং ফুলবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল হানিফ খান, শ্রমিকলীগ নেতা আব্দুল ছত্তার, যুবলীগ ক্যাডার জুমায়েল ইসলাম চৌধুরী রাজু,আওয়ামী লীগ নেতা শিপু আহমদ, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি পারভেজ আহমদ, লিলু মিয়া,গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি তাজুল ইসলাম,সাধারণ সম্পাদক মান্না আহমদ, সাংগঠনিক সম্পাদক হিমেল আহমদ, শ্রমিকলীগ নেতা আব্দুল মোতলেব খান,আওয়ামী লীগ নেতা শরিফ আহমদ, দুবাই আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলাম, সয়দুর রহমান,গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল কাইয়ুম, সদস্য কামরান আহমদ,তাহের হোসেন,লায়েক আহমদ( ছুনু মিয়া), আইনুল মিয়া, সেলিম উদ্দিন মেম্বার, মো: আব্দুল মালিক মালেক,ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহীন আহমদ, যুবলীগ নেতা আব্দুল হান্নাসহ অজ্ঞাত ২৫০/৩০০ জন।
