নিজস্ব প্রতিবেদক:: জুলাই বিপ্লবের ঐতিহাসিক আন্দোলনের অগ্রসৈনিক
সিলেট সরকারি কলেজ’র সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রাকিব, যিনি আন্দোলন করতে গিয়ে ফেরারী জীবন কাটিয়েছেন দীর্ঘদিন। জীবন শেষ হওয়ার বহু হুমকি আসলেও পিছু হটেননি কখনও, পোড়খাওয়া নির্যাতিত ও সংগ্রামী এক ছাত্রনেতা রাকিব। তিনি আওয়ামী দূ:শ্বাসনের বিরুদ্ধে প্রতিবাদ করায় নির্যাতন ও মিথ্যা মামলায় কারাবাস করেন। সবশেষ ২০২৪ইং এর জুলাই বিপ্লবে আন্দোলন করতে গিয়ে,১৯শে জুলাই শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় সময় সিলেটের সর্বোচ্চ বিদ্যাপিট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবির) গেইটের সামনে আন্দোলনের সময় পুলিশ ও ছাত্রলীগের হামলায় পুরো শরিরে টিয়ার সেল ও রাবার বুলেটে জাজরা হয়। এরপরও পিছু হটেননি, পুলিশি নির্যাতন থেকে বাঁচতে পরিচয় গোপন করে তিনি সিলেট শহরে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এখনো এই ছাত্রনেতা পুরোপুরি সুস্থ হতে পারেননি। তখন এই ছাত্র নেতার বিরুদ্ধে মামলা না হলেও মানসিক নির্যাতনের কবলে থাকতেন সব সময়। পুলিশের চোখ ফাঁকি দিতে নিজ বাসস্থানে না থেকে নিরঘুম ফেরারী জীবন কাটিয়েছেন।