ঢাকাশনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আজকের গুরুত্বপূর্ণ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলার সংবাদ
  7. ওপার বাংলা
  8. খেলার খবর
  9. গ্যাজেট
  10. চাকরির খবর
  11. চাকরির খোঁজ
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. ধর্ম পাতা
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

জুলাই বিপ্লবে সংগঠিত বিস্ফোরক মামলায় আসামী হলেন লন্ডন প্রবাসী ফেরদৌস আলী

Today Sylhet24
ডিসেম্বর ২৮, ২০২৪ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

জুলাই বিপ্লবে সংগঠিত বিস্ফোরক মামলায় আসামী হলেন লন্ডন প্রবাসী ফেরদৌস আলী

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশে সংগঠিত ঐতিহাসিক জুলাই বিপ্লবে সিলেটের একটি বিস্ফোরক মামলায় ১৩৩ নং আসামী হয়েছেন সদর উপজেলার জালালাবাদ থানাধীন রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা তেরাব আলীর পুত্র ফেরদৌস আলী (৫২)। অথচ ফেরদৌস আলী ঘটনার পূর্ব থেকেই লন্ডন প্রবাসে অবস্থান করছেন। ধারনা করা হচ্ছে রাজনৈতিক করাণে এই প্রবাসীকে স্পর্শ কাতর বিস্ফোরক মামলার আসামী করা হয়েছে। মামলায় ১৫৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০/২০০ জনকে আসামী করেন বাদী মোহাম্মদ আমিনুল ইসলাম।
মামলা সূত্রে জানা যায়, বিগত ১৯/০৭/২০২৪ইং তারিখ রোজ শুক্রবার বাদজুমা পূর্বনির্ধারিত মিছিলের কমসূচীতে অংশগ্রহণ করার জন্য বাদীসহ অন্যরা আরো ১০০/১৫০ জন নিরস্ত্র নিরীহ ছাত্র জনতা ও বিএনপির নেতাকমী কালেক্টরেট জামে মসজিদ থেকে নামাজ শেষে দুপুর আনুমানিক ২.১৫ ঘটিকার সময় মিছিল সহকারে বের হয়ে ঘটনাস্থলে পৌঁছামাত্র ৩০০/৩৫০ জন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সশস্ত্র নেতাকর্মী ও ক্যাডাররা একত্রিত হয়ে বাদী পক্ষের মিছিলকারীদের ধাওয়া করে, এসময় ১ থেকে ৩০ নং আসামীগণ তাদের হাতে থাকা ককটেল বিস্ফোরণ ঘটাইয়া ঘটনাস্থলে আতংকের সৃষ্টি করে। ৩১-৫৫ নং আসামীগণ তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে মিছিলকারীদের উপর উপর্যুপুরি গুলিবর্ষণ করতে থাকে। এসময় ৩৫ নং আসামীর হাতে থাকা আগ্নেয়াস্ত্রের ছোড়া গুলি বাদীর বাম উরুর মাঝখানে লাগিয়া মারাত্মক রক্তাক্ত জখম হয়। ৩৭ নং আসামীর আগ্নেয়াস্ত্র হতে ছোড়া গুলি বাদীর ডানপায়ে লাগিয়া মারাত্মক রক্তাক্ত জখম হয়। ৩৮ নং আসামীর আগ্নেয়াস্ত্র হতে ছোড়া গুলি বাদীর বুকের নিচে ডান পার্শ্বে ও পেটের ডান পার্শ্বে পড়িয়া মারাত্মক রক্তাক্ত জখম হয়। এসময় ৪০ নং আসামীর আগ্নেয়াস্ত্র হতে ছোড়া গুলি বাদীর ডান বাহুতে লাগিয়া মারাত্মক রক্তাক্ত জখম হয়। অন্যান্য সমূহ আসামীগণের প্রত্যেকের হাতে থাকা ককটেল বিস্ফোরণ ঘটাইলে মিছিলকারী ছাত্র-জনতা ছত্রভঙ্গ হইয়া প্রাণ বাঁচাইতে দিগ্বিদিগ ছুটিয়া চলিয়া যায়। আসামীদের আগ্নেয়াস্ত্রের ছোড়া গুলি ও ককটেল বিস্ফোরণে প্রায় শতাধিক মিছিলকারী মারাত্মক রক্তাক্ত জখম হয়। বাদী গুলিবিদ্ধ হয়ে কোনরকম জিন্দাবাজার পয়েন্টে গিয়ে স্বাক্ষীগণের সহযোগিতায় সিএনজিযোগে আম্ভরখানাস্থ ফ্রিডম জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। হাসপাতাল থেকে গ্রেফতার এড়াতে বাদী তাহার এক বন্ধুর বাসায় আত্নগোপনে চলিয়াযান। প্রাথমিক চিকিৎসা শেষে বাদীর গুলিবিদ্ধ স্থানের কোন উন্নতি না হওয়ায় ২৭/০৮/২০২৪ ইং থেকে ২৮/০৮/২০২৪ ইং তারিখ পর্যন্ত বাদী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের MSU-IV বিভাগের ৩১ নং ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। বাদী সুস্থ হয়ে কোতোয়ালী থানায় মামলা করতে গেলে থানা মামলা গ্রহণ করেনি। পরে মোহাম্মদ আমিনুল ইসলাম, পিতা- আব্দুল ওয়াহাব, সাং- বাবুরাগাও, থানা- জালালাবাদ, জেলা- সিলেট বাদী হয়ে গত ২৬/১২/২০২৪ইং তারিখে চীপমেট্টোপলিটন ম্যাজিস্টেট আদালতে ১৫৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০/২০০ রেখে ১৯০৮ সনের বিস্ফোরক আইনের ৩/৪ ধারা তৎসসহ ১৪৩/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩২৬/৩৪ দঃ বিঃ মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখযোগ্য আসামীরা হলেন (১) শফিউল আলম নাদেল (৫০) সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ, পিতা – অজ্ঞাত সাং ফরিদাবাদ আব্বরখানা সিলেট, (২) জাহাঙ্গীর আলম (৫০) সাবেক কাউন্সিলর ৩৫নং ওয়াড সিলেট সিটি করপোরেশন ও জেলা যুবলীগ ‘ সাং মোহাম্মদপুর ইসলামপুর সিলেট, (৩) নিজাম উদ্দিন (৫৯) সভাপতি উপজেলা আওয়ামী লীগ পিতা – রইল আলি সাং – ঘোপাল ; থানা জালালাবাদ জেলা সিলেট’, (৪) আশফাক আহমেদ (৭০) সহ – সভাপতি সিলেট জেলা আওয়ামীলীগ ‘ পিতা – অজ্ঞাত সাং বন কলা পারা থানা এয়ারপোর্টে জেলা সিলেট, (০৫) আফতাব খান (৪৫) সভাপতি মহানগর স্বেচ্ছাসেবকলীগ পিতা অজ্ঞাত সাং পীরমহল্লা থানা এয়ারপোর্টে জেলা সিলেট, (৬) আলম খান মুক্তি (৫০) সভাপতি মহানগর যুবলীগ পিতা অজ্ঞাত সাং দর্শন দেউরি থানা এয়ারপোর্টে জেলা সিলেট, (৭) মুশফিক জায়গিরদার (৪৫) সাধারণ সম্পাদক যুবলীগ পিতা অজ্ঞাত সাং টিলাগড় থানা শাহপরান জেলা সিলেট, (০৮) নুরুল ইসলাম (৫৫) সাবেক উপজেলা চেয়ারম্যান ফেঞ্চুগঞ্জ পিতা অজ্ঞাত সাং ইসলামপুর, থানা- ফেঞ্চুগঞ্জ, জেলা-সিলেট, (০৯) মোকাব্বির খান (৫৮) সাবেক এমপি সিলেট ২ আসন পিতা ফিরুজ খান সাং চান্দাইপাড়া থানা বালাগঞ্জ জেলা সিলেট, (১০)সুহেল আহমদ (৪০) পিতা হরমুজ ঠিকাদার সাং সুরম /১৫, হাওয়ালাদার পাড়া থানা জালালাবাদ জেলা সিলেট। এই ভাবে (১৩০) সায়মন সাদিক (৩৫), পিতা- অজ্ঞাত, সাং-পশ্চিম রসুলপুর, থানা- জকিগঞ্জ, জেলা-সিলেট। (১৩১) রেদওয়ান মাহমুদ চৌধুরী (৪৫), পিতা-মৃত আব্দুল আহাদ চৌধুরী, সাং-হালদার পাড়া,(১৩২) রিজন আহমদ (৩৫), পিতা- গোলাম কাদির, সাং- হালদারপাড়া, কুশিয়ারা ৭ নং রোড, (১৩৩) ফেরদৌস আলী (৫২), পিতা- তেরাব আলী, সাং-রামকৃষ্ণপুর, সর্বথানা- জালালাবাদ, জেলা- সিলেট সহ ১৫৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০/২০০ জনকে আসামী করা হয়।
যাহার কোতোয়ালি সি আর মামলা নং ১৭০১/২০২৪ ইংরেজি। কোতোয়ালি থানার মামলা নং ৬০, তারিখ ২৬/১২/২০২৪ইং।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।