কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটের গাছবাড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনে নাবিল বেকারি পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার (২ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। নাবিল বেকারির মালিক কানাইঘাট সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাফিজুল হক শাকিল এর বাবা ফজলুল হক।
কানাইঘাট ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গাছবাড়ী উত্তর বাজারে অবস্থিত নাবিল বেকারিতে আজ ভোরে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এতে মুহূর্তেই বেকারির চতুর্দিকে আগুন ছড়িয়ে পড়ে৷ আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় জনগণ এগিয়ে এসে আগুন নেভাতে চেষ্টা করেন। এক পর্যায় তারা কানাইঘাট ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে আসে। কিন্তু এর আগেই বেকারির সব জ্বলেপুড়ে ছাড়খাড় হয়ে যায়।
অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ ‘হতাহত হয়নি’ জানিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, বেকারির পণ্য, ইলেকট্রনিকস জিনিস ও যন্ত্রপাতি পুড়ে মোট প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নিন্দা: গাছবাড়ী দক্ষিন বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি ও ইউনিয়ন পরিষদের নিন্দা
দুর্বৃত্তদের আগুনে নাবিল বেকারিতে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছে গাছবাড়ী দক্ষিন বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি ও দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন পরিষদ।
গাছবাড়ী দক্ষিন বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি সাজ্জাদুর রহমান ও সেক্রেটারি মেহেদি হাসান নাসির এবং ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার লোকমান উদ্দিন পৃথক বিবৃতিতে বলেন, কারো ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ নিন্দনীয় ও ন্যাক্ষারজনক ঘটনা। কারো সাথে শত্রুতা থাকলেও ব্যবসা প্রতিষ্ঠানে এমন ঘটনা খুবই খারাপ দৃষ্টান্ত। আমরা এমন ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার আহ্বান জানাই প্রশাসনের কাছে।