ঢাকাশনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আজকের গুরুত্বপূর্ণ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলার সংবাদ
  7. ওপার বাংলা
  8. খেলার খবর
  9. গ্যাজেট
  10. চাকরির খবর
  11. চাকরির খোঁজ
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. ধর্ম পাতা
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মহান ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে জাতীয়তাবাদী পরিবার সিলেট ’ল কলেজ ইউনিটের খাবার বিতরণ

Today Sylhet24
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ ফখর উদ্দিন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে জাতীয়তাবাদী পরিবার সিলেট ’ল কলেজ ইউনিট এর উদ্যোগে অসহায় দুস্থদের মধ্যে গত ২১ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে খাবার বিতরণ করা হয়।
’ল কলেজ ইউনিট পরিবারের নেতা উদ্যোক্তা আজিজুল হোসেন আজিজ এর এই ব্যতিক্রমী মানবিক আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিফতা সিদ্দিকী বলেন, মুক্তিযুদ্ধের বীজবপণ হয়েছে ’৫২-র ভাষা আন্দোলনের মাধ্যমে। সেই ত্যাগকে ধারণ করে ’৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সশরীরে যুদ্ধ করেছেন। বিভিন্ন আন্দোলনে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ’৫২, ’৭১, ’৯০ ও সর্বশেষ ’২৪ এর আন্দোলন সহ বিগত ১৭ বছর দেশ মাতৃকার জন্য, গণতন্ত্রণ ও দেশের সর্বভৌমত্বের জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। বিভিন্ন আন্দোলন থেকে একটি শিক্ষা আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবে। আগামীর রাষ্ট্রনায়ক, গণতন্ত পুনরুদ্ধার আন্দোলনের অবিসংবাদিত নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত ১৭ বছর ধরে গণতন্ত্র পুনঃরুদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজকের এই দিনে আমাদের শপথ হবে আগামীর বাংলাদেশ আমরা গড়ে তোলবো। তিনি ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের জন্য আজিজুল হোসেন আজিজকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
যুবদল নেতা গোলাম রাব্বি রিজন এর সভাপতিত্বে এবং সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শফি খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সরকারি মদন মোহন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক (বাকশিষ) সিলেট মহানগর সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রফেসার মনিরুল ইসলাম মনির, স্বেচ্ছাসেবক দলের সাবেক সিলেট মহানগর সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ। স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম জামি।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুস্তাক মাহমুদ, শফিকুল হাসান, ফজলুল ইসলাম ফজলাই, কাওছার আহমদ রকি, আরসাদ খান দিপু, তারেক আহমদ, আব্দুল আলিম রানা, সেলিম আহমদ চৌধুরী, সৈয়দ সেলিম আহমদ, শুভ্র ভট্টাচার্য, ইব্রাহিম আহমদ, সেলিম আহমদ, হিলটন, কালাম আহমদ, সাইফুল, পায়েল, সুহেল, খালেদ আহমদ, রফিক আহমদ, শেখ আজিজুল হক সুজা, তোফায়েল, বাবর চৌধুরী, সাইদুল ইসলাম লিটন, ইমন উদ্দিন, রেজা, বাদশা, মজিবুর রহমান, সাব্বির আহমদ ও রনি আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে ভাষার জন্য ও দেশের জন্য যারা শহীদ হেয়েছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্স দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজলুম জননেতা তারেক রহমানে সুস্থতা ও নেক হায়াত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন শফি খান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।