ঢাকাবুধবার , ১ সেপ্টেম্বর ২০২১
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আজকের গুরুত্বপূর্ণ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলার সংবাদ
  7. ওপার বাংলা
  8. খেলার খবর
  9. গ্যাজেট
  10. চাকরির খবর
  11. চাকরির খোঁজ
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. ধর্ম পাতা
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

টিলাগড়ে ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় শিবিরকর্মী ছাদিকসহ পথচারী আহত

Today Sylhet24
সেপ্টেম্বর ১, ২০২১ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

 

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর টিলাগড়ে ছাত্রলীগের অতর্কিত সন্ত্রাসী হামলায় শিবিরের ১ কর্মীসহ অপর ১ পথচারী গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আহত শিবির কর্মীর নাম বদরুল হক ছাদিক (২২) এবং তাৎক্ষণিক ঐ পথচারীর নাম পরিচয় জানা যায়নি। তবে শিবির কর্মী বদরুল হক ছাদিকের পরিচয় পাওয়া গেছে। তিনি কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের লামা ঝিংগাবাড়ী গ্রামের ফখরুল ইসলামের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল মঙ্গলবার বেলা ২ ঘটিকার দিকে শিবিরের দলীয় একটি সভা শেষে বন্দর বাজার যাওয়ার জন্য একটি সিএনজিতে উঠেছিলেন শিবির কর্মী বদরুল হক ছাদিক। সিএনজিতে উঠা মাত্রই একদল মুখোশধারী সন্ত্রাসী সিএনজির গতিরোধ করে।

এসময় সন্ত্রাসীদের হাতে থাকা দেশীয় অস্ত্রসস্ত্র ও হকিস্টিক লাঠি দিয়ে তারা শিবির কর্মী বদরুল হক ছাদিকের উপর এলোপাতাড়ি হামলা চালায়। হামলাকারী সন্ত্রাসীরা বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে রাস্তার পাশে তাকে ফেলে রেখে চলে যায়। একজন পথচারী থাকে উদ্ধার করতে আসলে তার উপরও হামলা চালায় সন্ত্রাসীরা। পরে আহত বদরুলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়। জানা যায়,ছাত্রলীগের লোকজন পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। সিলেটে কিছুদিন থেকে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের যধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর রেশ ধরেই এ ঘটনা সংঘটিত হয়।

এ বিষয়ে আহত বদরুল হক ছাদিকের পিতা ফখরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার ছেলে রাজনীতি করার অপরাধে তার উপর পরিকল্পিত ভাবে সন্ত্রাসীরা এই হামলা ঘটিয়েছে। তিনি এই সন্ত্রাসী হামলার বিচার দাবী করেন।

এ বিষয়ে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল জাকিরের সাথে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।