স্টাফ রিপোর্ট
সিলেট নগরীর খাদিমনগর এলাকার রুস্তুমপুর গ্রামের মাহমুদ আলী’র ছেলে রাব্বী আহমেদ (১৮), গায়ের রং- ফর্সা, মুখমণ্ডল লম্বাকৃতি, চুল ছোট কালো, মুখমণ্ডলে দাড়ি আছে, উচ্চতা অনুমান ৫ ফুট ৬ ইঞ্চি। মাহমুদ আলী জানান যে তার ছেলে ২০২১ সালের ১৩ জুলাই সকাল ১০টার দিকে বাসা থেকে বের হয়ে যায়। কিন্তু দীর্ঘ কয়েক ঘন্টা অতিবাহিত হওয়ার পর তার ছেলে বাসায় ফিরে না আসলে তিনি চিন্তিত হয়ে পড়েন। সম্ভাব্য অনেক জায়গায় খোঁজাখুজি করেও তার ছেলের কোন সন্ধ্যান পাননি। পরবর্তীতে মাহমুদ আলী তাহার সকল আত্মীয়স্বজনসহ তাহার ছেলের সকল বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ করে দুই দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাহার ছেলের কোন সন্ধান পাননি। এলাকাবাসীর কাছ থেকে তিনি শোনতে পান যে একটা কালো মাইক্রোবাস এ ৫/৬ জন ব্যক্তি তার ছেলেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। মাহমুদ আলী আমাদের আরো জানায় যে, হাবিবুর রহমান পঙ্কি মিয়ার দলের লোকেরা তার ছেলেকে অপহরণ করেছে। মাহমুদ আলী তাহার ছেলেকে খুঁজে না পাওয়ায় তিনি সিলেটের শাহপরান (রহ.) থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
