নিজস্ব প্রতিবেদক ::
বাংলাদেশে সংঘটিত ঐতিহাসিক জুলাই বিপ্লবের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে।
এরই ধারাবাহিকতায় গত ২০ অক্টোবর ২০২৪ তারিখে সিলেট মহানগরীর শাহপরান থানাধীন বালুচর আরামবাগ এলাকায় ছাত্রলীগ নেতা শাহান আহমেদ চৌধুরীর (৩৫) ভাড়াটিয়া বাসায় হামলার ঘটনা ঘটে। তিনি প্রয়াত ইমতাজুর রহমান চৌধুরীর পুত্র এবং সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ওইদিন রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বিএনপির নেতা মইনুল, শাহাজান, জমির, কবির, রিয়াজ, সুমন, নাদিম, কাওসারসহ ৩০-৪০ জন বিএনপি কর্মী দেশীয় অস্ত্র (দা, বটি, রামদা, কিরিচ, চাকু, সাবল, হাতুড়ি, লোহার রড ও লাঠিসোটা) নিয়ে হামলা চালায়। তারা বাসার জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।
হামলার সময় বাসার ভেতরে থাকা শাহান চৌধুরীর মা জাহেদা বেগম চৌধুরী বলেন,
“আমি ও আমার মেয়ে বাসায় ছিলাম। আমরা চিৎকার করলেও আশপাশের কেউ ভয়ে এগিয়ে আসেনি। পরে রাতটি আমরা আতঙ্কে নির্ঘুম কাটাই।
স্থানীয়দের ধারণা, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই ছাত্রলীগ নেতার বাসায় এ হামলা চালানো হয়েছে।
